ইউক্রেনের হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত রাশিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-08-13 14:15:29

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন হামলা করার কারণে কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


মঙ্গলবার (১৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদেনের মাধ্যমে এই তথ্য জানায়।


রুশ প্রেসিডেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চল দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। ইউক্রেন থেকে এই অনুপ্রবেশের জন্য রাশিয়া যথাযথ জবাব দিবে বলেও জানান পুতিন।


গত সপ্তাহে ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। রাশিয়ার উপর ইউক্রেনের এই হামলার কথা স্বীকারও করেছে জেলেনস্কি। তবে ইউক্রেনের এই হামলার পাল্টা জবাব দিতে সাথে সাথেই কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রাশিয়া।


রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নরের তথ্যমতে, ইউক্রেনের এই হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া বাকিদের মধ্যে অনেকে নিজে থেকেই অঞ্চল থেকে সরে গেছেন এবং অনেককে সরকারের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর