ট্রাম্পের নির্বাচনী তথ্য হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার ইরানের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-11 14:02:24

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের তথ্য হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে ইরান।

রোববার (১১ আগস্ট) জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনের বরাত দিয়ে দেশটির ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ খবর জানায়।

খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পিং থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচনী যোগাযোগ ব্যবস্থার তথ্য ইরানের হ্যাকার অথবা দেশটির সরকার হ্যাক করেছে।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজপোর্টাল পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয়, তারা ট্রাম্পের রানিংমেট ওহিওর সিনেটর জেডি ভ্যান্সের একটি ইমেইল পেয়েছেন। তিনি সে ইমেইলে অভিযোগ করেছেন, ২০২৪ সালের নির্বাচনে হস্তক্ষেপ করা জন্য অভ্যন্তরীণ নির্বাচনী কিছু তথ্য ইরান হ্যাক করেছে।
তবে কোন ধরনের তথ্য হ্যাক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পলিটিকো।

পলিটিকো-তে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে।

এক বিবৃতি ইরানের মিশন অভিযোগ অস্বীকার করে জানায়, ইরানের সাইবার অ্যাটাক করার এমন কোনো লক্ষ্য কিংবা পরিকল্পনাও নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। এ ধরনের অভিযোগ মানসিক কারণবশত। এ ধরনের অভিযোগ করে নির্বাচনী বৈতরণী পার করা ছাড়া আর কিছুই নয়।

এ সম্পর্কিত আরও খবর