বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভারতের পর্যবেক্ষক কমিটি গঠন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-08-09 17:31:58

বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায় ও ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ কমিটি গঠন করেছে ভারত সরকার।

শুক্রবার (৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত। এই কমিটি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে তাদের প্রতিপক্ষ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বজায় রাখবে।

এই পর্যবেক্ষক কমিটির নেতৃত্বে থাকবেন এডিজি, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ); ইস্টার্ন কমান্ড এবং আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তর দক্ষিণবঙ্গ; আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তর ত্রিপুরা।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর