কাতারে চিরনিদ্রায় শায়িত ইসমাইল হানিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-02 19:17:59

কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ। এর আগে আজ শুক্রবার (২ আগস্ট) দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। এই হত্যাকাণ্ড আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা আরও গভীর করেছে।

শুক্রবার (২ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এর আগে দেশটির সবচেয়ে বড় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আরব ও ইসলামিক অনেক নেতা হানিয়ার জানাজায় অংশ নেন।

হানিয়ার কফিন মসজিদে নেওয়ার সময় ফিলিস্তিনের পতাকায় ঢাকা ছিল। তার সঙ্গে ছিল দেহরক্ষীর কফিনও।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকান হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। অনুষ্ঠান শেষে তেহরানের একটি গেস্ট হাউজে উঠেন হানিয়া। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে এক দেহরক্ষীসহ নিহত হন তিনি।

এ সম্পর্কিত আরও খবর