ইথিওপিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ২২৯

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-24 13:56:34

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের শহর গোফা জোনে পরপর দুই ভূমিধসে এখন পর্যন্ত ২২৯ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী। দেশটিতে গত রোববার (২১ জুলাই) ও সোমবার (২২ জুলাই) এ ঘটনা ঘটে।  

বুধবার (২৪ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিবিসি জানায়, রোববার সন্ধ্যায় এবং সোমবার সকালে গোফা জোনের দুর্গম পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, জীবিতদের উদ্ধারে কার্যক্রম চলছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে।

গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। আমরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় প্রাণ যায় ৩২ জনের।

এ সম্পর্কিত আরও খবর