ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-13 15:43:27

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে একটি তেল ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ওই ডিপোতে আগুন লেগে যায়।

শনিবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা এপি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানায়, ইউক্রেনের সর্বশেষ ড্রোন হামলায় রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুনে লেগেছে।

রোস্তভের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেছেন, ড্রোন হামলাটির কারণে ২০০ বর্গ মিটারের (২১০০ বর্গফুট) বিস্তৃত এলাকাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

টেলিগ্রামে তিনি বলেন, প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনীরা।

এলাকাটি যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তার বাহিনী চারটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর দুটি রোস্তভ, একটি ইউক্রেন সংলগ্ন বেলগোরোড অঞ্চলে এবং আরেকটি আরো উত্তরে কুরস্কে।

এ সম্পর্কিত আরও খবর