গাজার ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-13 14:51:37

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা চলমান রয়েছে। এতে প্রতিনিয়ত বাড়ছে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা। এর অংশ হিসেবে দেশটির গাজা উপত্যকা থেকে বাস্তুচ্যুত হচ্ছেন হাজারো মানুষ। চরম সংকট দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামাদিসহ খাবার পানীয়র। 

এর মধ্যে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হেপাটাইটিস ভাইরাস।

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে হেপাটাইটিসে ৭১ হাজার ৩৩৮ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, এক রিপোর্টে বলা হয়েছে, ১ দশমিক ৭ মিলিয়নেরও (১৭ লাখ) বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুতির ফলে এ ভাইরাসে সংক্রমণ হয়েছে।

ওই রিপোর্টে সর্তক দিয়ে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধের গাড়ি প্রবেশে বাধা দেওয়ার কারণে গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় ৩ লাখ ৫০ হাজার বাসিন্দা বড় ঝুঁকির মুখোমুখি রয়েছে।

উল্লেখ্য, এ হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৩৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশি সংখ্যকই শিশু ও নারী। আহতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা এক হাজার ১৩৯ জনে পৌঁছেছে এবং কয়েক শ' ইসরায়েলি এখনও হামাসের হাতে জিম্মি অবস্থায় রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর