দু’দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-16 10:31:55

দু’দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার (১৬ মে) দ্য হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দু’দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদ্‌যাপন করবেন তারা।

এছাড়া শুক্রবার (২৭ মে) চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে তিনি সেখানে একটি উৎসবেও যোগ দেবেন বলে জানা গেছে।

বেইজিং সফরের সময় চীনের সংবাদমাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, তিনি ইউক্রেন সংকটের ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত আছেন। দু’দেশের মধ্যে বিরাজমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তার সমর্থন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর