ভারতের ঝাড়খণ্ডে ট্রেনে কাটা পড়ে এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ট্রেনে আগুন লেগেছে এ গুজব ছড়িয়ে পড়ার পর জীবন বাঁচাতে রেললাইনে লাফিয়ে পড়লে অন্য একটি ট্রেনের নিচে তারা কাটা পড়েন বলে জানা গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এনডিটিভি এখবর জানায়।
খবরে বলা হয়, যাত্রীবাহী আঙ্গা এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের জামতারার কালাঝাড়িয়া স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, আঙ্গা ট্রেনটি ভাগলপুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। ট্রেনটি জামতারা এলাকায় পৌঁছালে গুজব ছড়িয়ে পড়ে যে, ট্রেনে আগুন লেগেছে। এতে করে বিভিন্ন বগিতে থাকা যাত্রীরা প্রাণভয়ে পাশের লাইনে ঝাঁপ দেন। এসময় আরেকটি ট্রেন তাদের চাপা দেয়।
এদিকে, টাইমস অব ইন্ডিয়া অসমর্থিত এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ট্রেনে কাটা পড়ে অন্তত ১২ জন মারা গেছে।
জামতারার ডেপুটি কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকর্মী, মেডিকেল টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।