অনিয়মের অভিযোগে ৮২ প্রার্থীর ফলাফল বাতিল করলো কঙ্গো

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-07 16:00:23

মধ্য আফ্রিকা দেশ ডেমোক্রেটিক রিপাবলিক (ডি আর) কঙ্গোর নির্বাচন কমিশন (সিইএনআই) নির্বাচনে ব্যাপক অনিয়ম-সহিংসতার অভিযোগে কেন্দ্রীয় আইনসভার ৮২ জন প্রার্থীর ফলাফল বাতিল করে।

শনিবার (৭ জানুয়ারি) কঙ্গোর নির্বাচন কমিশন (সিইএনআই) এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

কঙ্গোর নির্বাচন কমিশন (সিইএনআই) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযুক্ত এই ৮২ প্রার্থীর বিরুদ্ধে কারচুপি-কারসাজি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা, এবং নির্বাচন কেন্দ্রে সহিংসতার অভিযোগ রয়েছে।

আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ডিআর কঙ্গোর আইনসভায় মোট আসনসংখ্যা ৪৮৪টি। গত ২০ ডিসেম্বর হয়েছিল এই নির্বাচন।

নির্বাচন কমিশন আরও বলেছে, দেশজুড়ে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে অনিয়ম-সহিংসতা, প্রতিপক্ষ প্রার্থী এবং তাদের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচন কেন্দ্রে ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা খতিয়ে দেখতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করবে সিইএনআই।

এ সম্পর্কিত আরও খবর