গিনির প্রধান তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে ২৩ জন নিহত ও ২৪১ জন আহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, আগের নিহতের সংখ্যা সংশোধন করে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হালনাগাদ এ সংখ্যা জানালো দেশটির সরকার।
এদিকে গত সোমবারের ভয়াবহ ওই বিপর্যয়ের পর পেট্রোল সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাজধানী কোনাক্রিতে বিক্ষোভকারী তরুণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
ওই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।