চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার (১৩ ডিসেম্বর) হ্যানয় সফরের সময় বলেছেন, ‘চীন ও ভিয়েতনামের উচিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেকোনও বিশৃঙ্খলা প্রচেষ্টার বিরোধিতা করা।’
এনডিটিভি জানিয়েছে, গত ছয় বছরের মধ্যে প্রতিবেশী দেশ ভিয়েতনামে শি’র এটাই প্রথম সফর।
বর্তমান সময়ে দুই দেশ গভীর সম্পর্কের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শি’র সফরের সময়ে ভিয়েতনাম ও চীনের মধ্যে রেল যোগাযোগ উন্নয়নের অঙ্গীকারসহ ৩০টিরও বেশি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।
গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফরে আসার পর ওয়াশিংটনের সঙ্গে হ্যানয় কূটনৈতিক সম্পর্ক উন্নত করার পর শি’র দুই দিনের সফরে ভিয়েতনাম পা রাখলেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে শি বলেছেন, ‘আমাদের উচিত আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং যৌথভাবে একটি সুন্দর বাহ্যিক পরিবেশ বজায় রাখা।’
বাইডেনের সফর ছিল চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে ধারণ করার জন্য বিশ্বজুড়ে মার্কিন প্রচেষ্টার অংশ।
এদিকে চীন ও ভিয়েতনাম মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ও সম্প্রসারণ অব্যাহত রাখবে।’
দেশ দুটি সম্মিলিত ভবিষ্যতের মাধ্যমে একটি সম্প্রদায় গড়ে তুলতে সম্মত হয়েছে।
ভিয়েতনাম দীর্ঘকাল ধরেই চীন এবং যুক্তরাষ্ট্র-উভয়ের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।
শি বুধবার ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং প্রেসিডেন্ট ভো ভ্যান থুংয়ের সঙ্গে দেখা করেন।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেন, ‘ভিয়েতনাম দৃঢ়ভাবে উন্নয়নে চীনকে সমর্থন করতে, আন্তর্জাতিক সম্প্রদায়ে গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে একটি প্রধান দেশ হিসাবে তার ভূমিকা প্রচার করতে, বিশ্বে শান্তি, সহযোগিতা ও উন্নয়নের জন্য কমরেড শি জিনপিংয়ের উদ্যোগকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’