সোমবার (২৩ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি বছরের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা গ্রহণ করেছিল সামরিক জান্তা।
সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সংগঠনটি ঘোষণা দিয়েছে, ‘নাইজারের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তি ও সত্তার ওপর নিষেধাজ্ঞা দিতে একটি আইনি কাঠামো গ্রহণ করেছে ইইউ।’
এই সময়ে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার নিন্দা জানিয়েছে সংগঠনটির পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল।
তিনি বলেন, দলটিকে নাইজারে সামরিক অভ্যুত্থানের মূল্য দিতে হবে।
ইইউ ইতিমধ্যেই নাইজারের ক্ষমতা সামরিক দখলে যাওয়ার পর নাইজারের সাথে নিরাপত্তা সহযোগিতা এবং আর্থিক সহায়তা স্থগিত করেছে। এদিকে নাইজারের নতুন শাসকদের চাপের মুখে দেশটি হতে অন্তত দেড় হাজার সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স ।