যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীন সফর শুরু করেছেন। সফরকালে সিরিয়া পুনর্গঠনে সহায়তার জন্য দীর্ঘদিনের মিত্রদেশ চীনের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানাবেন তিনি।
২০১১ সালে আরব বসন্তের হাওয়া লাগে দেশটিতে, শুরু হয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে আরও কয়েক লাখ মানুষ। এছাড়া সিরিয়ার অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে।
সিরিয়ায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিদ্রোহীরা গৃহযুদ্ধ করলে আন্তর্জাতিক শক্তিবলয়গুলো দুই পক্ষে ভাগ হয়ে যায়। একদিকে আসাদ সরকারের পতনের দাবিতে বিদ্রোহীদের মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো আসাদ সরকারের পক্ষে সমর্থন দেন।
প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো আসাদ চীন সফরে গেলেন। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য বন্ধুরাষ্ট্র চীনকে প্রয়োজনীয় সাহায্যের জন্য অনুরোধ করেছে।।