নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ছে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-16 12:12:21

চলতি বছর থেকে বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য। ২০২৩ সালে নোবেলজয়ীরা পুরস্কারের অর্থমূল্য হিসেবে বাড়তি পাবেন ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ সুইডিস ক্রোনা)। ফলে এ বছর পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়। নোবেল ফাউন্ডেশন জানায়, আর্থিক অবস্থান ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় একাধিকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো-কমানো হয়েছে। ২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮ লাখ ৯৭ হাজার ডলার থেকে ৭ লাখ ১৭ হাজার ডলার করা হয়েছিল। ২০১৭ সালে আবার তা বাড়িয়ে ৮ লাখ এবং ২০২০ সালে বাড়িয়ে ৮ লাখ ৯৭ হাজার ডলার করা হয়।

চলতি বছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ধাপে ধাপে ঘোষণা করা হবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে বিজয়ীদের নাম।  

এ সম্পর্কিত আরও খবর