যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ পাচারের অপরাধে ১২ বছরের কারাদণ্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-15 23:42:56

মার্কিন গোয়েন্দা সংস্থার নির্দেশে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ পাচারের দায়ে রাশিয়ার এক ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মস্কোর একটি আদালত।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তানের বরাতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এনডিটিভি জানিয়েছে, ওই ব্যক্তিকে ১২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সের্গেই কাবানভ বলে জানিয়েছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। তিনি লাটভিয়া হয়ে আলাবামাভিত্তিক একটি মার্কিন ফার্মে ওই যন্ত্রাংশ পাচার করেছিলেন। ওই ফার্মটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের নিয়ন্ত্রণে ছিল বলে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে।

রাশিয়ার টেভর শহরের একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে সাজা ভোগ করবেন কাবানভ।

আদালত তার রায়ে বলেছেন, কাবানভ রাশিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাডারভিত্তিক অস্ত্র ব্যবস্থায় ব্যবহৃত অংশগুলো পাচার করেছিলেন।

তাস কর্তৃক প্রকাশিত নজরদারি ফুটেজে এফএসবি কর্মকর্তাদের দ্বারা কাবানভের গ্রেপ্তারের মুহূর্ত দেখানো হয়েছে। ওই দৃশ্যে তাকে এবং অন্য একজনকে একটি গাড়ি থেকে একটি ছোট কাঠের ক্রেট অন্য গাড়িতে নিয়ে যেতে দেখা গেছে।

এফএসবি কাবানভের বিরুদ্ধে অপরাধের প্রমাণ হিসাবে আদালতে একটি শিপিং নথি এবং চালান ব্যবহার করেছিল।

এ সম্পর্কিত আরও খবর