ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৬

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:40:26

ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে আসার পথে ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ডুবে যাওয়া ওই নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। খবর: বিবিসির

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, শনিবার ভোররাতে উত্তর ফ্রান্সের কালাই অঞ্চলের কাছে সমুদ্রে নৌকাটি ডুবে যায়। এতে অন্তত ৫৯ জন যাত্রী ছিলেন। যাদের বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক। কয়েকজন সুদানের রয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শনিবার ভোরের দিকে দুর্ঘটনার খবর পায় ফ্রান্সের সানগেত্তে শহর কর্তৃপক্ষ। পরে ভোর ৬টায় উদ্ধার অভিযান শুরু করা হয়। শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন জানিয়েছেন, একইসঙ্গে শরণার্থীবাহী কয়েক ডজন নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। সেগুলোর মধ্যে কয়েকটি মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। ৫৩ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে।

৬ অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার। সানগেত্তে শহরের মেয়রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানিয়েছেন ঘটনাস্থলসহ আশপাশে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ফরাসি উপকূলীয় শহর বোলোনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফিলিপ সাবাতিয়ারের বরাত দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, যে ছয়জন মারা গেছেন তারা আফগানিস্তানের নাগরিক।

তিনি বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কিছু শিশু রয়েছে এবং বেশিরভাগই আফগানিস্তান থেকে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর