ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি দাভাও ওরিয়েন্টাল প্রদেশে এ ভূমিকম্পকে ৫.৩ মাত্রার বলে জানিয়েছে। তারা এতে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করছে।