পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন উল্টে গিয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
পাকিস্তানের ওই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ রবিবার ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় কমপক্ষে ৮০ জন যাত্রী আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, দুর্ঘটনায় পতিত ট্রেনটির নাম ‘হাজারা এক্সপ্রেস।’ ট্রেনটি রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে সারহারি রেলস্টেশনের সিগন্যালের কিছু আগে নবাবশা নামক স্থানে।
ডন জানিয়েছে, লাইনচ্যুত হয়ে ট্রেনটির অন্তত পাঁচটি কামরা উল্টে গেছে।
অন্য বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, উল্টে যাওয়া কামরার সংখ্যা ৮টি থেকে ১০টি।
পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মহসিন সিয়ালকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। এখনও পর্যন্ত জানি না কতগুলো কামরা উল্টে গেছে। এখনও রেলের পক্ষ থেকে কোনও তথ্য আমার হাতে এসে পৌঁছয়নি।’
আজ রবিবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়েও কিছু জানায়নি পাকিস্তান সরকার। তবে ডন জানিয়েছে, অন্তত ৪০ জন যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন।
এ বিষয়ে শাহিদ বেনজিরাবাদের ডিআইজিকে ফোনে যোগাযোগ করা হলে হতাহতের সংখ্যা নিয়ে তিনিও কোনও মন্তব্য করতে চাননি।