ভাড়াটে যোদ্ধা ভাগনারের সহযোগিতা চেয়েছে নাইজারের জান্তা

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:38:29

সেনা অভ্যুত্থানকারীদের হটিয়ে নির্বাচিত সরকারকে পুনর্বহাল করতে নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করেছে পশ্চিম আফ্রিকান নেতারা। এমন পরিস্থিতিতে নাইজারের জান্তা সরকার রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সহযোগিতা চেয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রোববারের মধ্যে (আজ) পুনর্ববহালের আলটিমেটাম দিয়েছে পশ্চিম আফ্রিকান নেতারা। এজন্য প্রয়োজনে নাইজারে সামরিক হস্তক্ষেপেরও হুমকি দেন তারা। তারমধ্যে জান্তা সরকারের ভাগনারের সহায়তা চাওয়ার খবর পাওয়া গেল।

অলাভজনক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ও সাংবাদিক ওয়াসিম নাসের এপি বলেছেন, অভ্যুত্থানকারী নেতা জেনারেল সালিফো মোদি সম্প্রতি প্রতিবেশী দেশ মালি সফর করেছেন। সেখানে তিনি ভাগনারের একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ভাড়াটে যোদ্ধাদের সহযোগিতা চেয়েছেন।

ওয়াসিম নাসের বলেন, ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করতে জান্তা সরকারের ভাগনারের সহযোগিতা প্রয়োজন। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠানটি নাইজারের অভ্যুত্থানকারীদের অনুরোধ রাখতে পারে।

শুক্রবার (৫ আগস্ট) নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইকোওয়াস।
তবে, বৃহস্পতিবার মধ্যস্থতা করতে নাইজারেেএকটি প্রতিনিধি দল পাঠিয়েছিল জোটটি। কিন্তু তাতে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর