পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৪

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:34:03

পাকিস্তানে একটি ইসলামি দল আয়োজিত সমাবেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন শতাধিক। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর দ্য ডনের।

রোববার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বাজাউর জেলায় এই হামলার ঘটনা ঘটে।

খবরে জানানো হয়, হামলাটি হয় পাকিস্তানের ক্ষমতাসীন জোটের নেতা মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। এ হামলায় জেইউই-এফ দলের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। আহতদের পেশোয়ার ও তিমারগেরার হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার পরপরই সেখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়। ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় জনসাধারণের চলাফেরা বন্ধ করে দিয়েছে পুলিশ।

হামলার ধরন দেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ভাবে অনুমান, এই ঘটনার নেপথ্যে আইএস-এর হাত থাকতে পারে। অনেকের মতে, তার কারণ, সাম্প্রতিক কালে জেইউআই-এফের উপর এই ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস।

এই ঘটনার পর সংগঠনের কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে তদন্তের দাবি করেছেন জেইউআই-এফের প্রধান মৌলানা ফজলুর রহমান। তিনি বলেন, ‘জেইউআই কর্মীদের এই সময় শান্ত থাকা জরুরি। সরকারের কাছে আমাদের আবেদন, যাঁরা জখম হয়েছেন, তাঁদের ভাল চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

এ সম্পর্কিত আরও খবর