ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা নেইল ফেরার স্থানীয় ডিজেডআরএইচ রেডিওকে জানান, নৌকাডুবির ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গেছে, ঝড়ো বাতাতের কারণে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে মোটরচালিত নৌকাটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত ব্যক্তি ও নিহতের সংখ্যা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। কারণ এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
রয়টার্স বলছে, ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন আরোহী ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে দুর্যোগ কর্মকর্তা নিল ফেরার ডিজেডআরএইচ রেডিওকে বলেছেন, নৌকাডুবির পর ৪০ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও ছয়জন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে।