ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ।
শনিবার (১৫ জুলাই) তার অফিস এক বিবৃতিতে বলা হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুকে সেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো, তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। খবর আল-জাজিরা।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে, এর ফলে দেশটিতে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। এর মধ্যে গত শুক্রবার উত্তর ইসরায়েলের একটি জনপ্রিয় অবকাশস্থল ‘সি অব গ্যালিল’ হ্রদ পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু।
বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষা তার শারীরিক অবস্থা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। তবে নেতানিয়াহু পানিশূন্যতায় বা ডিহাইড্রেশনে ভুগছেন।
নেতানিয়াহু শনিবার হালকা মাথা ঘোরা অনুভব করলে ডাক্তারের পরামর্শে তেল আবিব শহরের কাছে সেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়ে তাকে।