ইউক্রেন যুদ্ধে ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 05:04:32

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর থেকে এ পর্যন্ত শিশুসহ ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন

শুক্রবার ইউক্রেনে জাতিসংঘ মিশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মনিটরিং মিশন এক বিবৃতিতে বলেছে, প্রকৃত সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে।

যুদ্ধের ৫০০তম দিনে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক স্পর্শ করছি যা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য দুঃসহ।

যদিও চলতি বছর ইউক্রেনে হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম ছিল। তবে মে ও জুন মাসে সংখ্যাটি আবার বাড়তে শুরু করেছে।

গত ২৭ জুন পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্কে ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে গত বৃহস্পতিবার ভোরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর