জাপান-তাইওয়ানেও চীনের গুপ্তচর বেলুন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:55:44

কেবল যুক্তরাষ্ট্র নয়, চীন গুপ্তচর বেলুন পাঠিয়েছিল জাপান ও তাইওয়ানেও। সেই বেলুনের ছবিও সামনে এসেছে। উপগ্রহ ছবি থেকে এই বেলুনের খোঁজ মিলেছে বলে জানিয়েছে বিবিসি।

জাপান এই গুপ্তচর বেলুনের কথা স্বীকার করে বলেছে, জাপানের আকাশে ফের এ ধরনের বেলুন দেখা গেলে গুলি করে ভূপাতিত করা হবে।

গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন নিয়ে প্রবল হইচই হয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করে, চীন দেশটির আকাশসীমায় গুপ্তচর বেলুন পাঠিয়েছে। বেইজিং তখন দাবি করে, বৈজ্ঞানিক গবেষণার জন্য, বিশেষ করে আবহাওয়ার বিষয়ে জানতে তারা ওই বেলুন পাঠায়। যুক্তরাষ্ট্র গুলি করে ওই বেলুন ধ্বংস করে। পরে সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি পাওয়া যায়।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, জাপান ও তাইওয়ানের ওপরে যে বেলুন দেখা গেছে, তা ২০২১ সালের শেষদিকে। ওই বেলুনের ছবি প্রথম সামনে আনে বেসরকারি সংস্থা সিন্থেটেয়িক। তারা উপগ্রহ ছবি বিশ্লেষণ করে বেলুনের ছবি দেখতে পায়। সেটা ছিল জাপানের ওপরে।

তারপর বিবিসির প্যানোরামা টিম আর কোন কোন দেশের ওপরে এই ধরনের বেলুন দেখা গেছে, তা খতিয়ে দেখে। তাইওয়ানের আবহাওয়া দপ্তরের ছবি থেকে তারা এ রকম একটি বেলুনের সন্ধান পায়। প্রযুক্তির মাধ্যমে তারা জানতে পারে, চীনের বেশ ভেতর থেকে বেলুনটি ছাড়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর