পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় একটি স্কুলে পৃথক গুলির ঘটনায় অন্তত সাতজন শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) জেলার সদর হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির সংবাদমাধ্যম ডনকে কুররাম জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, প্রথম গুলি চালানোর ঘটনাটি কুররাম জেলার শালোজান এলাকার কাছাকাছি একটি রাস্তায় এবং দ্বিতীয়টি তেরি মেঙ্গল স্কুলে ঘটেছে। ওই এলাকা থেকে ডন ডটকমের একজন প্রতিনিধি বলেছেন, প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব শালোজান সড়ক থেকে ছয় কিলোমিটার।
তিনি বলেন, প্রথম ঘটনায় একজন এবং স্কুলে গুলিতে ছয়জন মারা যান।
এ বিষয়ে এখনো দেশটির পুলিশ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
উপজাতীয় অধ্যুষিত কুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস বেশি। যারা প্রায়ই স্থানীয় তালেবান আন্দোলনের অংশ হিসেবে সশস্ত্র গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়।