মেয়েদের জন্য আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের দরজা আগেই বন্ধ হয়েছিল। এবার দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) নারীদের কাজে আসতে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিল তালেবান। এনজিওগুলোকে তালেবানের নির্দেশ, নারী কর্মীদের কাজে আসতে বারণ করুন।
শনিবার (২৪ ডিসেম্বর) সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এনজিওগুলোকে তালেবানের অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশিকা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। তালেবানি ‘ফতোয়া'য় আফগানিস্তানের নারীদের অধিকারের ওপর আরও এক বার কোপ পড়ল মনে করা হচ্ছে।
ওই চিঠিতে তালেবানের দাবি, এনজিওগুলোতে ইসলামি প্রথা মেনে পোশাক পরছিলেন না অনেকে। ফলে পরবর্তী নোটিশ জারির আগ পর্যন্ত ওই সংস্থাগুলোতে নারী কর্মীদের কাজ করতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের পড়াশোনা বন্ধের নির্দেশ দিয়েছিল তালেবান। যে নির্দেশের নিন্দা করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। আফগানিস্তানের ভেতরেও এ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের মুখে পড়ে তালেবান সরকার।