পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি চালানো এক হামলাকারীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওয়াজিরাবাদের আল্লাহ ওয়াল্লা চকে লংমার্চে দুই হামলাকারী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক হামলাকারী নিহত হন।
ইমরান খানের ওপর গুলি চালানোর কারণ জানিয়েছেন অভিযুক্ত এক হামলাকারী। ক্যামেরার সামনে ওই হামলাকারী বলেন, ইমরান মানুষকে বিভ্রান্ত করছিলেন বলে তিনি তাকে হত্যা করতে এসেছিলেন।
ওই যুবক বলেন, আমি ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছিলাম, আর কাউকে মারার উদ্দেশ্য ছিল না। আমি হামলা চালানোর জন্য মামার মোটরসাইকেলের দোকান থেকে মোটরসাইকেল নিয়েছিলাম।
এ ঘটনায় আর কেউ জড়িত নয় দাবি করে হামলাকারী যুবক বলেন, আমার সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত নয়। আমি একাই এ ঘটনার সঙ্গে জড়িত।
হামলাকারী আরও বলেন, মানুষকে বিভ্রান্ত করার বিষয়টি আমি সহ্য করতে পারিনি, তাই তাকে খুন করতে আসছি। আমি তাকে হত্যার সর্বোচ্চ চেষ্টা করেছি।