আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ।
মঙ্গলবার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
খবরে বলা হয়, রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ কর্তৃক পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে তিনি নিহত হন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নামোল্লেখ না করে এই অভিযানের সন্ত্রাস-বিরোধী সফলতার কথা জানায়। আল জাজিরা জানায়, সিআইএ এর একটি ড্রোন দিয়ে জাওয়াহিরিকে হত্যা করা হয়।
রয়টার্সকে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, আফগানিস্তানে গুরুত্বপূর্ণ আল কায়েদা টার্গেটে যুক্তরাষ্ট্র সফল অভিযান চালিয়েছে। এসময় তিনি দাবি করেন, এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক মারা যাননি।
জো বাইডেন বলেন, জাওয়াহিরি একটি সেফ হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন যখন ড্রোনটি তাকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসময় তার পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন, তবে তারা অক্ষত আছেন।
তিনি আরও বলেন, ৭১ বছর বয়সী আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির ওপর নির্ভুল হামলা চালানো হয়েছে।
২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জাওয়াহিরি আল-কায়েদার দায়িত্ব নেন। তিনি ও বিন লাদেন একসঙ্গে ৯/১১ হামলার পরিকল্পনা করেছিলেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের একজন ছিলেন।