পুতিন অসুস্থ এমন কোনও গোয়েন্দা আলামত নেই: সিআইএ প্রধান

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 11:07:09

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ কিংবা অস্থিতিশীল এমন কোনও গোয়েন্দা আলামত নেই বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস।

বৃহস্পতিবার (২১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ্প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হয়েছিল ৭০ বছর বয়সী পুতিনের শরীরে মরণব্যাধী ক্যান্সার বাসা বেঁধেছে। তবে সিআইএ প্রধান বলেছেন, এগুলোর কোনও প্রমাণ নেই। খানিকটা মজা করেই তিনি বলেন, তিনি (পুতিন) ‘অনেক সুস্থ’।

এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে। তার মধ্যেই পুতিনের সুস্থ থাকার খবর নিশ্চিত করলেন সিআইএ প্রধান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক ফোকাস এখন আর শুধু পূর্ব নয়। আর পশ্চিমারা ইউক্রেনকে এই ধরনের অস্ত্র দেওয়ার পর কৌশলে বদল এনেছে মস্কো।

এ সম্পর্কিত আরও খবর