শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সাংবাদিক দুল্লাস আলাহাপেরুমাকে (৬৩) সমর্থন দিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।
প্রেমাদাসা টুইটারে লিখেছেন, দেশের বৃহত্তর মঙ্গলের জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।
তিনি আরও বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সাংবাদিক দুল্লাস আলাহাপেরুমাকে সমর্থন করবেন।
তিনি আরও বলেন, আগামী বুধবার (২০ জুলাই) পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে তার দল এবং জোট দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।
১৯৯৪ সালে পার্লামেন্টে প্রবেশ করা আলাহাপেরুমা শ্রীলঙ্কার গণমাধ্যম মন্ত্রী ও মন্ত্রিপরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করেছেন। এপ্রিলে আান্দোলনকারীরা প্রেসিডেন্ট রাজাপাকক্ষের বাসভবন ঘেরাও করলে তিনি মন্ত্রিসভা বিলুপ্ত করেন, তখন আলাহাপেরুমা পদত্যাগ করেন।
শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা দুল্লাস আলাহাপেরুমা অপেক্ষাকৃত কম পরিচিত হলেও ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ এ আইনপ্রণেতা সব হিসাবনিকাশ উল্টে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তিনি তার দলের সহকর্মীদের একটি অংশের মধ্যমণি হয়ে উঠেছেন।