শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২০ জুলাই। সোমবার (১১ জুলাই) দেশটির সংসদীয় স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ধ্বংসাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে বুধবার পদত্যাগ করার পরিকল্পনা করছেন।
তিনি জানান, পার্লামেন্ট ১৫ জুলাই থেকে ফের অধিবেশনে বসবে এবং ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। মাহিন্দা ইয়াপা এক বিবৃতিতে বলেন, আগ্রহীরা ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, এর পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে।
সোমবার (১১ জুলাই) অনুষ্ঠিত দলীয় নেতাদের বৈঠকে সংবিধান অনুযায়ী একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করার কথা বলা হয়।
শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ গত শনিবার (৯ জুলাই) বিপজ্জনক মোড় নেয়। এদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও বিক্ষোভকারীরা ঢুকে যায়। তবে বিক্ষোভকারীদের প্রবেশের আগেই বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় গোতাবায়া ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।