জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে। এঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মাটিতে ঢলে পড়ে যান। প্রাথমিক খবরে বলা হয়েছে, তিনি সম্ভবত আহত হয়েছেন।
এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলির মতো কিছুর শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন বলে জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন।
সেই সময় গুলির শব্দ শোনা গিয়েছিল এবং ঘটনাস্থলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থাকা একজন এনএইচকে প্রতিবেদক বলেছেন, তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান।
টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের অবস্থায় রয়েছেন।
মূলত জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে এই শব্দটি ব্যবহৃত হয়।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও দেখা যায়, প্যারামেডিকরা একটি রাস্তার মাঝখানে আবে কে চারপাশে ঘিরে রাখা হয়েছে। তাকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিবিসির জাপানের সংবাদদাতা রুপার্ট উইংফিল্ড-হেইস জানিয়েছেন, যখন হামলাটি হয় তখন শিনজো আবে নারাতে একজন প্রার্থীর পক্ষে বক্তৃতা দিচ্ছিলেন।
শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যের কারণ দেখিয়ে ২০২০ সালে পদত্যাগ করেছিলেন তিনি। পরে তার স্থলাভিষিক্ত হন তার ঘনিষ্ঠ দলীয় মিত্র ইয়োশিহিদে সুগা, যিনি পরে ফুমিও কিশিদা দ্বারা প্রতিস্থাপিত হন।
বন্দুক সহিংসতার ঘটনা জাপানে বিরল, যেখানে হ্যান্ডগান নিষিদ্ধ।