চীনের সাংহাই শহরের একটি বড় রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) ভোররাত ৪টার দিকে দেশটির অন্যতম বৃহত্তম পরিশোধন এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পেট্রোকেমিক্যাল কোম্পানি সিনোপেক তাদের অফিশিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে জানিয়েছে, ভোর ৪টার দিকে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের ইথিলিন গ্লাইকল প্ল্যান্টে আগুন লাগে।
সাংহাইয়ের অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, জিনশান ও ফেংজিয়ান জেলা ও শহরের রাসায়নিক শিল্প পার্ক থেকে উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ বিভাগ। যদিও সিনোপেক জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সিএনএনের পর্যালোচনা করা একটি ভিডিওতে দেখা যায়, পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে একটি বিস্ফোরণ ঘটে।
২০১৫ সালে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ১৭৩ জন মারা যান। আগুনের কারণ, যা একটি ইথিলিন গ্লাইকোল সুবিধাকে প্রভাবিত করেছিল, এখনও অস্পষ্ট।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ কিলোমিটার দূরে বসবাসকারী বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে আছে।