তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে ৩০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এর প্রতিক্রিয়ায় ওই অঞ্চলে ফাইটার জেট মোতায়েনের দাবি করেছে তাইওয়ান।
সোমবারের (৩০ মে) ঘটনাটি চলতি বছরের জানুয়ারির পর সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানে আক্রমণের বিরুদ্ধে চীনকে সতর্ক করার কয়েকদিন পর এবং দ্বীপ দেশটির নেতাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য এক মার্কিন কর্মকর্তার যাওয়ার দিনেই চীন তার সামরিক শক্তি প্রদর্শন করলো।
সাম্প্রতিক মাসগুলোতে বিমান অভিযানের ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিষয়টিকে 'প্রশিক্ষণ ড্রিল' হিসেবে দাবি করে আসছে চীন।
চীনের এই ধরনের পদক্ষেপ তাইওয়ানকে ক্ষুব্ধ করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।
চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, যেটি প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করে নিতে পারে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ঘটনায় চীন ২২টি ফাইটার জেটসহ ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার, আগাম সতর্কবার্তা দানকারী ও সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমান অন্তর্ভুক্ত ছিল।
একটি মানচিত্র তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চীনা বহরটি প্রাতাস দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব দিকের একটি এলাকায় উড়ছিল, যা তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের (এডিআইজেড) অংশ।
কিন্তু বিমানগুলো সরাসরি তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেনি, যাকে শত্রুতামূলক কাজ হিসেবে গণ্য করা যায়।