পাকিস্তানের জাতীয় পরিষদে আনা বিরোধীদের অনাস্থা ভোটের কয়েক ঘণ্টা আগে পাঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার (০৩ এপ্রিল) পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে অপসারণ করা হয়। পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশ।
দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে সারওয়ারের অপসারণের ঘোষণা দিয়ে বলেন, পাঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকারকে ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চৌধুরী সারওয়ারকে অপসারণের কারণ উল্লেখ করেননি তথ্যমন্ত্রী ফাওয়াদ।
ইমরান খানের বিরুদ্ধে আস্থা ভোটের আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে অপসারণের জন্য একটি প্রস্তাব এনেছে বিরোধীরা। ১১০ জনের স্বাক্ষর রয়েছে সেই প্রস্তাবে।
এদিকে, অনাস্থা ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে ইসলামাবাদে জারি করা হয়েছে ১৪৪ ধারা।