চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২০ সালের আগস্ট থেকে আটক অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেই এর বিরুদ্ধে বেইজিংয়ের একটি আদালতে বিচার শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) এই সাবেক উপস্থাপকের বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার মতো সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় বিচার কার্যক্রম শুরু হয়।
দুই সন্তানের মা সাংবাদিক চেং লেই দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, অস্ট্রেলিয়ান কূটনীতিকদের দুই দেশের মধ্যে কনস্যুলার চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে চেংয়ের শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার সাংবাদিকদের বলেছেন তাকে আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গোপনে পরিচালিত বিচার প্রক্রিয়ার বৈধতার ওপর আমাদের আস্থা নেই।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নাগরিক চেং লেই বেইজিং-এ বসবাস করেন। ইংরেজি ভাষার সিজিটিএন’র ব্যবসায়িক সাংবাদিক হিসেবে শ্রদ্ধা পেয়ে থাকেন তিনি। আগস্টে আকস্মিকভাবে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যান তিনি। আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চীনা কর্তৃপক্ষ জানায় তাকে নিজ বাড়িতে নজরবন্দি রাখা হয়েছে।