নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:57:29

২০১৭ সালের পর প্রথমবারের মতো নর্থ কোরিয়া নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে সাউথ কোরিয়া।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে যাওয়ার পর এটি জাপানের জল সীমায় পড়ে বলে জানায় সাউথ কোরিয়া।

জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ৬৮৪ মাইলের বেশি দূরে পৌঁছানোর সক্ষমতা রাখে। যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে।

নর্থ কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, নর্থ কোরিয়া থেকে ছোড়া ‘অপরিচিত প্রজেক্টাইল’ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সিউল। এটি সম্ভবত দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।

জাতিসংঘ নর্থ কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে নিষেধ করেছে এবং পূর্ববর্তী পরীক্ষার পর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবুও চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নর্থ কোরিয়া।

এ সম্পর্কিত আরও খবর