পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতার জেরে আগুন, নিহত ১০

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 04:09:54

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাগুতির গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নেতা খুন হওয়ার জেরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।

সোমবার (২১ মার্চ) রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে সেসব বাড়ির ১০ জন জীবিত পুড়ে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ওইদিন সন্ধ্যায় বগটুই গ্রামে রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার কিছুক্ষণ পরই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, একটি বাড়িতে আগুন লাগানোর জেরে সাত জনের একসঙ্গে মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে আরও এক জনের।

ডিজির দাবি অনুযায়ী, মোট আট জনের মৃত্যু হয়েছে। যদিও তার দাবির সঙ্গে মিলছে না হাসপাতাল ও বীরভূমের পুলিশ সুপারের দাবি।

রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে মোট সাত জনের পোড়া দেহ পৌঁছেছে। মরদেহ দেখে বুঝার উপায় নেই কোনটা পুরুষ-মহিলা ।

এ সম্পর্কিত আরও খবর