বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিকের চাহিদা চেয়ে আবেদন জানিয়েছে মালয়েশিয়ান নিয়োগকর্তারা। দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারভানান এই তথ্য জানিয়েছেন।
সারভানান বলেন, মালয়েশিয়ান মানবসম্পদ মন্ত্রণালয় ২ লাখ বাংলাদেশি শ্রমিকের চাহিদার আবেদনপত্র পেয়েছে। এসব আবেদনপত্র এখন যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, প্রক্রিয়া সম্পন্ন হলে সকল খাতে শ্রমিক নিয়োগ করা হবে।
তিনি বলেন, আমরা আশাবাদী এর মধ্যে ইন্দোনেশিয়ার সঙ্গেও চুক্তি সম্পন্ন হবে। সেখান থেকে শ্রমিক আনার প্রক্রিয়াটি বেশ কিছু বিষয়ের ওপর এখনো ঝুলে আছে।
সারভানান বলেন, আগত শ্রমিকদের তাদের অধিকার এবং সুরক্ষা নিয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ দিতে হবে। এখানে কোন এজেন্সি লোক নিয়োগ দিবে না। মালিকপক্ষ সরাসরি শ্রমিক নিয়োগ করবে।
সারভানান আরও জানান, তার মন্ত্রণালয় থেকে আর কোন বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না এবং ই-বেতন কাঠামো নিশ্চিত করা হবে। নিয়োগকর্তারা যেন শ্রমিকদের ৭ তারিখের মধ্যে বেতন প্রদান করে সেটি নিশ্চিত করা হবে।