রাশিয়ার শীর্ষস্থানীয় কমান্ডার নিহত, দাবি ইউক্রেনের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:57:47

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কাছে লড়াইয়ের সময় রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয় এমনটা দাবি করেছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। এছাড়া রুশ কর্মকর্তারাও এ নিয়ে মন্তব্য করেননি।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, ভিতালি গেরাসিমভ ছিলেন একজন মেজর জেনারেল, চিফ অফ স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার।

এতে আরও বলা হয়, এছাড়া হামলায় আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ রুশ সেনা কর্মকর্তাও নিহত ও আহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি ক্রিমিয়া প্রত্যাবর্তনের জন্য একটি পদক পেয়েছিলেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা গেরাসিমভ বলে একজনের ছবি টুইট করে লিখেছেন তিনিই রুশ কমান্ডার গেরাসিমভ, যিনি নিহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর