রাশিয়ার ওপর তৃতীয় দফায় নিষেধাজ্ঞা দিল জাপান

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:43:16

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে তৃতীয় দফায় নিষেধাজ্ঞা জারি করেছে জাপান সরকার। এই দফায় ২০ রাশিয়ানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যার মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ, স্টেট পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান, চেচেন প্রজাতন্ত্রের প্রধান রয়েছেন। এছাড়া পুতিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন তালিকায়। এর মধ্যে অন্যতম- ভলগা গ্রুপ, ট্রান্সনেফ্ট ও ওয়াগনার।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা আরোপের এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দুই দফায় ইউক্রেন যুদ্ধে সংশ্লিষ্টতার কারণে বেলারুশের ১২ ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠান এবং দুজন রাশিয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাপান সরকার। এছাড়া জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে উৎপাদিত তেল পরিশোধন সরঞ্জাম রাশিয়ায় রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

অন্যদিকে বেলারুশ সেনাবাহিনী জাপান থেকে যেসব সামরিক সরঞ্জাম তৈরির যন্ত্রপাতি আমদানি করত, তার সরবরাহও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর