বন্ধুহীন দেশের তালিকা তৈরি করেছে রুশ সরকার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:58:19

ইউক্রেনে সামারিক অভিযানের কারণে রাশিয়ার ওপর অনেক দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই বন্ধু নয় এমন বিদেশি রাষ্ট্র ও অঞ্চলের একটি তালিকার অনুমোদন দিয়েছে রুশ সরকার।

সোমবার (০৭ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বন্ধুহীন এসব দেশ ও অঞ্চলগুলো হল- যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ রাষ্ট্র, যুক্তরাজ্য (জার্সি, অ্যাঙ্গুইলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রাল্টারসহ), ইউক্রেন, মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিচেনস্টাইন, মোনাকো, নরওয়ে, সান মারিনো, উত্তর ম্যাসেডোনিয়া। এছাড়া এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ান (চীনের একটি অঞ্চল হিসেবে বিবেচিত, কিন্তু ১৯৪৯ সাল থেকে তার নিজস্ব প্রশাসন দ্বারা শাসিত)।

তালিকায় উল্লিখিত দেশ ও অঞ্চলগুলো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রুশ সরকার জানিয়েছে, এই ডিক্রি অনুযায়ী- যেসব রাশিয়ান নাগরিক এবং প্রতিষ্ঠান, রাষ্ট্র ও তার অঞ্চল এবং পৌরসভার সঙ্গে বন্ধুত্বহীন এসব দেশে থাকা বিদেশি ঋণদাতাদের সঙ্গে লেনদেন আছে তারা রুবলে অর্থ প্রদান করতে পারবে। তবে, নতুন অস্থায়ী এই পদ্ধতিটি প্রতি মাসে ১০ মিলিয়ন রুবলের (বা বিদেশি মুদ্রায় একই পরিমাণ) চেয়ে বেশি অর্থ প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ সম্পর্কিত আরও খবর