এবার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্র দখল নিতে আগাচ্ছে রুশ সেনারা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 17:40:18

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর রুশ সেনারা এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। জাতিসংঘকে এ তথ্য দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। খবর সিএনএনের।

লিন্ডা বলেছেন, রুশ সেনাদের একটি বহর দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। লিন্ডা কেন্দ্রটির নাম উল্লেখ না করলেও ইউক্রেনের পারমাণবিক জ্বালানি কমিটি এনারগোয়াটমের মতে, দেশটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি হলো ইউঝনুকরাইস্ক, যার অবস্থান ইউক্রেনের দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে।

পারমাণবিক কেন্দ্রে সামান্য ভুলেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়। এমন পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত লিন্ডা অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনকে।

এর আগে শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও এর দখলের সময় যে সংঘাত সৃষ্টি হয়েছিল তাতে অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি বলেও জানিয়েছিলেন থমাস গ্রিনফিল্ড।

এ সম্পর্কিত আরও খবর