যুক্তরাষ্ট্রকে নর্থ কোরিয়ার প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন। একই সঙ্গে নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন তিনি।
শনিবার (০৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন একথা জানানো হয়।
এদিকে, গত শুক্রবার (০৪ জানুয়ারি) ওয়াশিংটন নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব করেছিল, কিন্তু চীন ও রাশিয়া এতে সম্মতি দেয়নি।
জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নর্থ কোরিয়ার ব্যাপারে আরও বেশি নমনীয় আচরণ করা।
তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসা শুরু করার পর পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের পাশাপাশি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেছিল।
জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আরও বলেন, নর্থ কোরিয়া সংকট সমাধানের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
গেল জানুয়ারিতে সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করেছে নর্থ কোরিয়া, যার মধ্যে ২০১৭ সালের পর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।এর মাধ্যমে এটি ইঙ্গিত দিয়েছিল যে এটি দীর্ঘ-পাল্লার এবং পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে।