ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ডের এক সেনা সদস্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভোরে পিভদেনমাস ক্ষেপণাস্ত্র কারখানায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। তবে, গুলি চালানোর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ওই সামরিক কারখানায় প্রতিরক্ষা, প্লেন এবং কৃষি সংক্রান্ত সরঞ্জাম তৈরি করা হয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিফটের শুরুতে রক্ষীদের অস্ত্র বিতরণের সময় গুলি চালানো হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সেনা ও একজন বেসামরিক নারী রয়েছেন।
পলাতক সৈনিককে খুঁজছে পুলিশ। পুলিশ জানায়, তার কাছে একটি কালাশনিকভ রাইফেল এবং ২০০টি কার্তুজ রয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সেনা সদস্যের ডিউটি শিফটের শুরুতে অস্ত্র বিতরণের পর স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে গুলি চালানো শুরু করে। বিবৃতিতে বলা হয়, এই অপরাধের কারণ এখনও জানা যায়নি। ন্যাশনাল গার্ডের কমান্ডার নিকোলাই বালান ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
সূত্র: আল-জাজিরা