কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু, আহত ১৪

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 16:36:31

ভারত-শাসিত কাশ্মীরে বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

নতুন বছরকে বরণ করতে গিয়ে শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহতদের অনেকেরই শারীরিক অবস্থা ‘গুরুতর’ বলে জানানো হয়েছে প্রশাসন ও হাসপাতাল থেকে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরকে সামনে রেখে এ দিন মন্দিরটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত দর্শনার্থীর আগমন হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছর যাতে ভালো যায়, সে জন্য অনেক লোক একসঙ্গে বৈষ্ণদেবীকে প্রণাম জানাতে যাচ্ছিল। পুণ্যার্থীরা অনুমতি ছাড়াই দলে দলে মন্দিরের সরু পথ দিয়ে ঢুকতে থাকে। একপর্যায়ে পুণ্যার্থীদের চাপে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর