চীন মিয়ানমারকে একটি সাবমেরিন দিয়েছে। টাইপ-০৩৫জি মিং ক্লাসের এ নৌযানটি মিয়ানমার নৌবাহিনীর দ্বিতীয় সাবমেরিন হিসেবে যুক্ত হল।
এর আগে ২০২০ সালের অক্টোবরে রাশিয়ার তৈরি পুরাতন একটি সাবমেরিন মিয়ানমারকে দিয়েছে ভারত। ওই সাবমেরিনটির ভারতীয় নাম ছিল ‘আইএনএস সিন্ধুবীর’।
শুক্রবার (২৪ ডিসেম্বর) মিয়ানমারের ৭৪তম নৌবাহিনী দিবসে টাইপ-০৩৫জি মিং ক্লাস সাবমেরিন ছাগাও একটি ৮১ মিটার দীর্ঘ ওপিভি, দুটি ১৮ মিটার রিভারাইন ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং চারটি ২০ মিটার রিভারাইন পেট্রোল বোট কমিশন প্রাপ্ত হয়েছে।