চলছে ‘কলকাতা’ ভোটের গণনা

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা | 2023-08-29 22:42:16

নিউমার্কেটে অবস্থিত কলকাতার লালবাড়ি শাসন করবে বাংলার কোন রাজনৈতিক দল? সোমবার তার ফলাফলের গণনা শুরু হয়েছে। কলকাতা করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডে ৯৫০ জন প্রার্থীর মধ্যে কে থাকবে অার কে বিদায় নেবেন, তা আর আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে শুরু করবে।

তৃণমূলের দাবি করেছে, ১৩০ থেকে ১৩৫টি ওয়ার্ড থাকবে তাদের দখলে। তবে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, সিপিএম এবং কংগ্রেসকে এবার ফিরতে হতে পারে খালি হাতে। অর্থাৎ এবার তাদের অাসন সংখ্যা শূন্য হতে পারে। তবে বেলা বাড়লেই স্পষ্ট হতে থাকবে।

তবে রোববার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া সিটি ভোটকে ‘গণতন্ত্রের প্রহসন’ বলে দাবি করেছে বিরোধিরা। বিজেপি, বাম, কংগ্রেসের নিশানায় রাজ্য নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশ। ইতিমধ্যেই পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন রজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটে সন্ত্রাসের অভিযোগে আদালতে মামলার অনুমতির আবেদন করেছেন কলকাতা ২ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার।

তবে এবারে ১৪৪টি ওয়ার্ডের জন্য মোট ১১টি জায়গায় গণনা হচ্ছে। হাইকোর্টের নির্দেশানুসারে ভোটগ্রহণ কেন্দ্রের মতো গণনা কেন্দ্র মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। রয়েছে সর্বক্ষণের সিসিটিভি নজরদারি। কাউন্টিং এজেন্টরা গণনার পর্যবেক্ষণের দায়িত্বে৷ এজেন্টদের মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস গণনাকেন্দ্রের ভিতরে বহন করায় নিষেধাজ্ঞা রয়েছে।

২০১০ এর পর ২০১৫ সালের কলকাতার সিটি ভোটে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জিতেছিল তৃণমূল। বামেদের দখলে ছিল ১৫, বিজেপি ৭, কংগ্রেস ৫টি ওয়ার্ড। এছাড়া ৩টি জিতেছিল অন্যেরা। এবার হ্যাট্রিক করতে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল। সেই অাভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর