শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:03:47

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ফ্লোরস সি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাকাসার শহরের লোকজন দোকানপাট ও বিল্ডিং ছেড়ে দৌড়াদৌড়ি করছে। একটি হাসপাতাল ও হোটেল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর